জামালপুরে সরকারি বিদ্যালয়ে লটারী বিজয়ী শিক্ষার্থীদের ভর্তি না করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বকুলতলা চত্বরে লটারী বিজয়ী শিক্ষার্থীদের অভিভাবকরা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে তাবাব মাহবুব চৌধুরী, এএসএম সায়েম, আসমাউল হুসনা, শাহরিয়ারসহ অভিভাবক ও ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, জামালপুর জিলা স্কুল, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার অন্যান্য সরকারি বিদ্যালয়ে ৩য় ও ৬ষ্ঠ শ্রেণীতে লটারী বিজয়ী শিক্ষার্থীদের বয়সের কারণে ভর্তির সুযোগ দেয়া হচ্ছে না। আজই ভর্তির শেষ তারিখ হওয়ায় স্কুলে ভর্তি হতে না পারলে ভর্তিচ্ছুকদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়বে। বক্তারা বয়স না দেখে লটারী বিজয়ীদের ভর্তির ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।