রিকশা চালিয়ে সংসার চালান ময়মনসিংহ নগরীর চরকালিবাড়ি এলাকার আব্দুল লতিফ (৫০)। সম্প্রতি চুরি হয়ে যায় তার রিকশাটি। এতে রীতিমতো যেন আকাশ ভেঙ্গে পড়ে লতিফের মাথায়। রিকশাচালক লতিফ হয়ে পড়েন বেকার। এতে অনাহারে দিনাতিপাত করছিল তার পরিবার।
বিষয়টি জানতে পারেন ময়মনসিংহের মানবিক পুলিশ সুপার (এসপি) মাছুম আহম্মদ ভূঞা। একটি অটোরিকশা উপহার দিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ান তিনি। শনিবার সন্ধ্যায় কোতোয়ালী থানার অফিসারদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে অটোরিকশাটি লতিফের হাতে তুলে দেন এসপি।
কোতোয়ালী থানা পুলিশের সকলের সহায়তায় পুলিশ সুপারের মানবিকতায় পরিবারটি পেল সংসারিক উপার্জনের অবলম্বন। জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ও কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ নিয়মিত এমন মানবিক কাজে সর্বমহলেই প্রশংসিত।