টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ট্রেনের দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘রাত ৩টা ৫ মিনিটে ট্রেনে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দুটি বগিতে ইঞ্জিন ছিল না। স্টেশনে কমিউটার ট্রেনটি টাঙ্গাইল থেকে ঢাকামুখী দাঁড়িয়ে ছিল।’
ঘারিন্দা রেলওয়ে পুলিশ জানান, আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো জানা যায়নি।
এদিকে স্টেশন সূত্রে জানা যায়, ঘারিন্দা রেলস্টেশনে সিসি ক্যামেরা আছে। তবে যে দুই বগিতে আগুন লেগেছে সেই অংশ সিসি ক্যামেরার আওতার বাইরে।
টাঙ্গাইল রেলওয়ে স্টেশন মাস্টার তরিকুল ইসলাম বলেন, ‘রাতে কে বা কারা ট্রেনে আগুন ধরিয়েছে, তা জানা যায়নি। এতে কমিউটার ট্রেনের দুটি বগি পুড়ে গেছে। এছাড়া আরও একটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তদন্তের পরই আগুনের কারণ জানা যাবে।’