সবুজ পাতায় মোড়ানো তেঁতুল গাছে আলো হয়ে ফুটে আছে একটি মুখ। যে মুখ শিল্প-সংস্কৃতি অঙ্গনের মানুষের কাছে অতি প্রিয় ও কাছের মানুষ জিএম সুমন। রাতে যারা আড্ডায় মত্ত থাকতেন বা আড্ডাকে প্রাণোবন্ত করে রাখতেন তাদের অন্যতম জিএম সুমন। ময়মনসিংহ শহরের অসংখ্য মানুষের সাথে তার নিবিড় সখ্য ছিলো। যিনি ২০২২ সালের ৫ নভেম্বর ট্রেন দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকী ঘিরে তাকে স্মরণ করতে কিছু শিল্পপ্রাণ মানুষ আয়োজন করে যন্ত্রসংগীতের। জিএম সুমন নিজে যেমন বাজাতেন দোতারা, বেহালা তেমনি এগুলো তার পছন্দের ছিল বলে আয়োজনের নাম দেয়া হয় ‘তারহীন দোতারা’।
ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানের তেঁতুলতলা স্কেটিং চত্বরে রাত দশটায় শুরু হয় আয়োজনের। হেমন্তের মৃদু ঠান্ডায় ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’ সুর উঠতেই চারিদিক নিঃস্তব্ধ হয়ে যায়। কালো নীলের ভিতর হাসিমাখা সুমনের ছবি দেখে উপস্থিত সকলেরই যেন মনে হচ্ছিলো তিনি পাশেই বসা। সকলের সাথেই তার কথা হবে কিছুক্ষণ পর।
রাত সাড়ে এগারোটা পর্যন্ত একটানা চলে যন্ত্রের সুরঅর্ঘ্য। এরপর মঞ্চে ডাকা হয় জিএম সুমনের বন্ধু, আড্ডার সাথি, সহধর্মিনী ঐশী তাজিন। তার নানা স্মৃতিচারণে ক্রমশ ভারী হতে থাকে দর্শকের চোখ। তাজিনের ফুঁপিয়ে কান্নায় অশ্রুনন্দিত হয়ে যায় আয়োজন আঙিনা। রাতের নিস্তব্ধতায় সকলেই কান্না মুছতে মুছতে ফিরেন ঘরে ।
আয়োজক কবি শামীম আশরাফ বলেন, তারহীন দোতারা আয়োজনে ছিলেন শহরের কিছু শিল্পপাগল মানুষ। সকলের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতিতে জিএম সুমনকে স্মরণের এই আয়োজন যেন আত্মিকভাবে সবার ভালোবাসার বহি:প্রকাশ।