1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ

‘সময় শেষ’ বলে ইসরায়েলকে হুঁশিয়ারি দিল ইরান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

গাজার আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলি হামলায় ৫০০ বেসামরিক মানুষ নিহতের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ‘সময় শেষ হয়ে গেছে!’

ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হোসেইন আমির-আবদুল্লাহিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে লিখেছেন, ‘আল-আহলি হাসপাতালে ফিলিস্তিনের নিরীহ শিশু-নারীদের ওপর চরম নৃশংসতা চালিয়েছে ইসরায়েল।’

হোসেইন আমির-আবদুল্লাহিয়ান আরও লিখেছেন, ‘হাসপাতালে এক হাজারেরও বেশি নিরপরাধ নারী-শিশুর ওপর বোমাবর্ষণ ও হত্যার মধ্য দিয়ে ইহুদি রাষ্ট্রটি ভয়ংকর অপরাধ করেছে। এখন সময় এসেছে ভুয়া এই রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব মানবতার ঐক্য গড়ে তোলা, যারা জঙ্গিগোষ্ঠী আইএসআইএস এবং এর হত্যাযন্ত্রের চেয়েও ঘৃণ্য।’

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে গাজার আল-আহলি হাসপাতালে হামলা চালায় ইসরায়েল। হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালে বোমা হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন অনেকে। হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার ও দাতব্য সংস্থাগুলো হাসপাতালে বেসামরিক নাগরিকদের ওপর এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানও এ হামলার নিন্দা জানিয়েছেন। নিন্দা জানান পশ্চিমা দেশের অনেক নেতাও।

উল্লেখ্য, হামাস ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন এক হামলা চালায়। এর পর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে করে ফিলিস্তিনের অবরুদ্ধ এ উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এর মধ্যেই হাসপাতালে এমন ভয়াবহ হামলার খবর জানা গেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি