1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পাঠ্যবইয়ের পাতায় জুলাই বিদ্রোহের র‌্যাপার হান্নান-সেজান গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর এক ছেলেকে পছন্দ করা নিয়ে দুই কিশোরীর মারামারি মিরপুরে টিকিট কাউন্টারে অগ্নিসংযোগ, গেট ভেঙে স্টেডিয়ামে দর্শক সীমান্তে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ, নেপথ্যে যে কারণ চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর বাড়ছে ভ্যাট: রেস্তোরাঁয় খেতে, পোশাক কিনতে, মিষ্টিমুখ করতেও গুনতে হবে বাড়তি টাকা খসড়া তালিকা প্রকাশ, মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ঈশ্বরগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেকের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা

আজ টাক হওয়ার দিন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

আজ ১৪ অক্টোবর, টাক হওয়ার দিন। ইংরেজিতে দিবসটির নাম ‘বি বোল্ড অ্যান্ড বি ফ্রি ডে’; অর্থাৎ টাক হোন, মুক্ত থাকুন দিবস!

 

ন্যাড়া বেলতলায় কবার যায়- এটা নিয়ে বিস্তর গবেষণা হতে পারে! যাদের মাথায় টাক আছে, তাদের প্রায়ই মন খারাপ হয়। তবে কিছু কারণ আছে, যেগুলো শুনে যারা টেকো তাদের বরং গর্বিত হওয়া উচিত। আর টাক নিয়ে কত কবিতা ছোটবেলায় শুনেছি—

‘দাদুর মাথায় টাক ছিল, সেই টাকে তেল মাখছিল

এমন সময় বোলতা এসে হুল ফুটিয়ে পালায় শেষে

ঘুলিয়ে দিল বুদ্ধি দাদুর ফুলিয়ে দিল টাক টারে।’

নিজের ইচ্ছেতে অনেক মানুষ মানুষের মাথা ন্যাড়া হয়ে যান। সেই প্রাচীন রোম থেকে শুরু! গত শতকের পঞ্চাশের দশকে ন্যাড়া হওয়াটা ফ্যাশন হয়ে দাঁড়ায়। ক্যানসার চিকিৎসায় কেমোথেরাপি দিলে অনেকের মাথার চুল ঝরে যায়। ক্যান্সারে আক্রান্ত রোগীদের প্রতি সমর্থন ও সহানুভূতি জানাতে নানা সময় নানা দেশে মাথা ন্যাড়া করার প্রচলন হয়। বি বোল্ড অ্যান্ড বি ফ্রি ডে উদ্‌যাপন তেমনই একটি প্রচার। গত শতাব্দীর আশির দশকে টমাস ও রুথ রয় দিবসটি চালু করেন।

এদিকে ঢাকার যেই পরিবেশ, আমরা যদি চুল একটু ছোট করে রাখি, তাহলে ধুলা থেকে মুক্তি পাওয়া যায়। আবার জেল ব্যবহারে চুলের যে ক্ষতি হয় সেটি কিছুটা প্রতিরোধ করা যায়। এ ধরনের সমস্যা প্রতিরোধে চুল ছোট করে রাখার একটি ভালো বিষয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

যারা চুল পড়া সমস্যায় ভুগেন, তাদের মাথায় টাক পড়ে যাওয়ার পেছনে প্রধান এবং একমাত্র কারণ খুশকি। এই খুশকির কারণেই আপনার মাথায় চুল টিকতে পারেনা। এই খুশকি যতদিন আপনার মাথায় আছে,ততদিন কোন দুর্বল চুল আপনার মাথায় টিকতে পারবেনা। আর এই খুশকি পুরোপুরিভাবে নির্মূল করতে মাথা ন্যাড়া করার বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি