1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল গুগল ম্যাপের ভুলে নির্মাণাধীন সেতু থেকে নদীতে গাড়ি, নিহত ৩ আসছে নতুন বৃষ্টিবলয়, কৃষকদের জন্য জরুরি সতর্কবার্তা রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি ঢাকায় আসছেন ২৫ নভেম্বর নির্বাচন কমিশন থেকে নামিয়ে ফেলা হয় শেখ মুজিবুর রহমানের ছবি শেখ হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’, ছাত্রদল কর্মীদের বেধড়ক পেটাল ছাত্রলীগ পাঁচ বিসিএসে নিয়োগ পাবে ১৮ হাজার ১৪৯ জন ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে নির্দেশনা আদালত দেবে : স্বরাষ্ট্র উপদেষ্টা সিইসি ও চার কমিশনার শপথ নিলেন

মেহেদির রং শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নববধূর

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

বিয়ের মেহেদি রং শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হেলেনা আক্তার (২২) নামের এক নববধূ। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চরশ্রীরামপুর এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন ওই নববধূ। পরে ওইদিন সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত গৃহবধূ ময়মনসিংহ সদর উপজেলার চরনিলুক্ষীয়া গ্রামের হেলাল মিয়ার মেয়ে। গত ২৯ সেপ্টেম্বর পাশ্ববর্তী রাঘবপুর গ্রামের পারিবারিক বিয়ে হয় তার।

জানা গেছে, হেলেনা আক্তার ময়মনসিংহের গৌরীপুরের কলতাপাড়াস্থ রউজ বিদ্যা নিকেতনে শিক্ষকতা করতেন। ওই প্রতিষ্ঠানের নার্সারি শাখায় অধ্যয়ন করতো তার ছোট ভাই পিয়াস। বিয়ের কিছুদিন আগে হেলেনা ওই প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দেন। বিয়ের পর সহকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আজ মঙ্গলবার ওই শিক্ষা প্রতিষ্ঠান আসেন হেলেনা। সাক্ষাৎ শেষে স্কুলপড়ুয়া ছোটভাইকে সাথে নিয়ে দেবরের সাথে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর উপজেলার চরশ্রীরামপুর এলাকায় আসতেই মোটরসাইকেলের সাথে অটোরিকশার সাথে সংঘর্ষে নিচে পড়ে গুরতর আহত হন হেলেনা।

স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রউজ বিদ্যা নিকেতনের পরিচালক একেএম আব্দুল্লাহ বলেন, হেলেনা বিয়ের পর আজ স্কুলে এসেছিল সহকর্মীদের সৌজন্য সাক্ষাৎ করতে। সাক্ষাৎ শেষে দেবর ও ছোটভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হেলেনা আহত হন। সন্ধ্যায় তার মৃত্যুর সংবাদ পাই। বিয়ের মেহেদির রং শুকানোর আগেই হেলেনার এমন মর্মান্তিক মৃত্যু মেনে নেয়া খুব কষ্টকর।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের কোন খবর পাইনি। আমরা খোঁজ নিচ্ছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি