‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে।
বুধবার দুপুরে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: শফিউর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, সচেতন নাগরিক কমিটির সহ সভাপতি শামীমা খান, সাংবাদিক ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহের মাধ্যমেই নাগরিকরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে জানতে পারবে। তবে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভূয়া তথ্যের ব্যাপারেও সবাইকে সজাগ থাকতে হবে।