নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের গৌরীপুরে পুরোহিত পাড়াস্থ শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দিরে রাধাষ্টমী ব্রত উদযাপিত হয়েছে ।
রাধাষ্টমী ব্রত উদযাপন উপলক্ষে শনিবার সকালে নরোত্তম সংঘের উদ্যোগে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সপ্তঘাটের জল ভরা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন প্রধান অতিথি থেকে শোভাযাত্রা উদ্বোধন করেন।
নরোত্তম সংঘের সভাপতি সুবল সরকার বলেন আমার জানামতে বিভিন্ন জায়গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হলেও কৃষ্ণ সখি রাধারাণীর জন্মতিথি সেরকমভাবে উদযাপন করা হয় না, কিন্তু বাংলাদেশে আমরা এ দিনটি বিশদভাবে পালন করি।
নরোত্তম সংঘের কর্ণধার অভিরাম দাস অলক বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা রাধাষ্টমী ব্রত পালনের উদ্দেশ্যে আমাদের সাথে এসে মিলিত হয়ে এই অনুষ্ঠানকে আরও প্রানবন্ত করে তোলে। ভক্তদের পদচারনায় এই ৪ দিন মন্দির অঙ্গন মুখরিত থাকে।
রাধাষ্টমী ব্রত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম.নুরুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, কালিখলা বাজার মন্দির কমিটির সভাপতি অজিত মোদক, শ্রীশ্রী গোবিন্দ জিউর মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন এস প্রমূখ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই অনুষ্ঠানের সমাপনী হবে রোববার।