জামালপুরে তিন দিনব্যাপী লোক সংস্কৃতি উৎসব ও লোকজ মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মেলান্দহ উপজেলার কাপাশহাটিয়ায় গান্ধী আশ্রম ও মুক্তি সংগ্রাম যাদুঘর প্রাঙ্গনে এই লোক সংস্কৃতি উৎসব ও লোকজ মেলার আয়োজন করা হয়।
গান্ধী আশ্রম ও মুক্তি সংগ্রাম যাদুঘরের ট্রাস্টি ও পরিচালক উৎপল কান্তি ধরের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আতিকুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, গ্রাম বাংলার লোক সংস্কৃতি ও হারিয়ে যাওয়া ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই লোক সংস্কৃতি উৎসব ও লোকজ মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় গ্রামীণ জীবনে ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র প্রদর্শনী ও লোক সংস্কৃতির বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হবে।