1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

গৌরীপুরে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গৌরীপুর শাখা ও শ্রী শ্রী গোবিন্দবাড়ি জিউর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে বুধবার দুপুরে মন্দির চত্বরে আলোচনা সভা শেষে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন চন্দ্র সরকার ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শ্যামল কর।

ধর্মীয় আলোচকের বক্তব্য দেন ময়মনসিংহ রামকৃষ্ণ মিশন ও আশ্রমের ব্রহ্মচারী উত্তম মহারাজ।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ, সাবেক সহসভাপতি সত্যেন দাস, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মতিউর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সমীরণ সাহা, পরমবৈষ্ণব অবিরাম দাস অলক, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, সাদেকুৃর রহমান, সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য্য, গোবিন্দ বণিক প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা ব্যক্তিগত ভাবে শ্রী শ্রী গোবিন্দ বাড়ি জিউর মন্দিরে ১ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি