1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন

সচিব সেজে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে বেড়ান তিনি

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

রাজশাহীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর গ্রামের সাব্বির আহমেদ শাকিল (৪৯)। তিনি নিজেকে পরিচয় দেন সচিব হিসেবে। বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি দিবেন বলে হাতিয়ে নেন টাকা। এভাবেই গত ৫ বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিলেন তিনি। এবার ময়মনসিংহ নগরীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার ফাঁত পেতে ডিবি পুলিশের হাতে ধরা পড়েছেন এই ভুয়া সচিব।

সোমবার (২১ আগস্ট) অভিযুক্ত প্রতারকের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা শেষে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানো হয়। এর আগে, রোববার রাতে ময়মনসিংহ নগরীর টাউনহল এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

জানা গেছে, মাস খানেক আগে নগরীর আকুয়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল শাকিল। ময়মনসিংহ নগরীর মাইক্রোবাস ষ্ট্যান্ডের সভাপতি মো. নজরুল ইসলামের ছেলেকে ১৫ লাখ টাকায় সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পাতে। নজরুল ইসলাম টাকা দেওয়ার আগে বিষয়টি নিয়ে কথা বলেন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর কাউসার-ই-জান্নাতের সঙ্গে। পরে রোবাবর দুপুরে কাউন্সিল কাউসার-ই-জান্নাত সচিব পরিচয়ধারী শাকিলের সঙ্গে নগরীর একটি রেস্টুরেন্টে বসেন। সেখানে নিজেকে সচিব পরিচয় দিয়ে ময়মনসিংহে কাজে আসার কথা বলে নিজের ব্যক্তিগত কর্মকর্তা এবং অফিস সহায়ক পদে লোক নিবেন বলে জানায় শাকিল। শাকিল নিজেকে রাজশাহীর একজন বিএনপি সরকারের সাবেক এমপির ছেলে বলে পরিচয় দেয়। একই সঙ্গে তার বোন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বলে পরিচয় দেন। প্রতারণার বিষয়টি কাউন্সিল কাউসার-ই-জান্নাত বুঝতে পেরে পুলিশের উর্ধ্বতক কর্মকর্তাদের জানালে ডিবি পুলিশ আটক করে শাকিলকে।

শাকিল নিজেকে আইনমন্ত্রীর সচিব হিসেবে দেখিয়ে পরিচয়পত্র, আইনমন্ত্রীর নামে সীল, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রাণালয়ের নামে বানানো সিলসহ বিভিন্ন কার্ড ও পরিচয়পত্র উদ্ধার করা হয়। এছাড়া বিবাহ ও তালাক নিবন্ধনের নিয়োগপত্রও উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবহন নেতা মো. নজরুল ইসলাম বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, শাকিল অন্তত ৫ বছর ধরে নিজেকে সচিব পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রতারণা করে আসছিল। বিভিন্ন মন্ত্রণালয়ে চাকুরি দেওয়ার ফাঁদ পেতে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। সে আরও কাদের সঙ্গে প্রতারণা করেছে এবং তার সঙ্গে কারা জড়িত তা বের করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি