1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন

১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

দীর্ঘ ১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২১ আগস্ট) বেলা পৌনে ১১ টার দিকে দুর্ঘটনাস্থলের লাইন মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

এর আগে ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি রোববার রাত পৌনে ৯ টার দিকে ত্রিশালের ফাতেমানগর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়।

জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে রাত ৮টা ৭ মিনিটে ছেড়ে যায়। ত্রিশালের ফাতেমানগর স্টেশনে পৌঁছায় ৮টা ৩৫ মিনিটে। সেখান থেকে ঢাকার দিকে যাওয়ার পথে কিছুদূর এগোতেই রাত পৌনে ৯টার দিকে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় লাইনচ্যুত হয়ে প্রায় ৪০০ মিটার যায় বগিগুলো। এতে রেললাইনটি বেশ ক্ষতিগ্রস্থ হয়। দুর্ঘটনার পর রাত পৌনে ১২ টার দিকে সাতটি বগি নিয়ে ট্রেনের একটি অংশ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাকি ছয়টি বগি উদ্ধার করে ভোর ৫ টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর বেলা পৌনে ১১ টার দিকে রেললাইন মেরামত সম্পন্ন হলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

এ ঘটনায় রোববার রাত ২ টা থেকে ময়মনসিংহ জংশনে মোহনগঞ্জ এক্সপ্রেস, যমুনা এবং গফরগাঁওয়ের মশাখালী স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস আটকা পড়ে।

ময়মনসিংহ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আকরাম আলী বলেন, লাইনচ্যুত ট্রেনটি প্রায় ৪০০ মিটার পথ যায়। এতে লাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় মেরামত করতে সময় লেগেছে।

ফাতেমা নগর স্টেশন মাস্টার আলমগীর হোসেন বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি