ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৫৬ পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষায় মোট ৬৪ হাজার ৫৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৬ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী অংশ নেয়।
বোর্ড সূত্র জানায়, সুষ্ঠু-সুন্দর পরিবেশে বোর্ডের অধীনে বিভাগের চার জেলার ২৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯০টি ১৩১ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুপস্থিতির মধ্যে ময়মনসিংহ জেলায় ১৭৩ জন, জামালপুরে ৮০ জন, নেত্রকোনায় ৬৭ জন এবং শেরপুরে ৩৬ জন।
এবার ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে মোট ৭৬ হাজার ৬৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ৩৬ হাজার ১৮৭ জন এবং ছাত্রী ৪০ হাজার ৪৭৪ জন। এতে ময়মনসিংহ জেলায় মোট পরীক্ষার্থী ৩৩ হাজার ১৪২ জন, নেত্রকোনায় ১২ হাজার ৭৫১ জন, জামালপুরে ১৩ হাজার ৩৬৫ জন এবং শেরপুরে ৭ হাজার ১৬০ জন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল বলেন, পূর্ণাঙ্গ ১০০ নম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। সুষ্ঠু-সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব জেলা ও উপজেলা প্রশাসন তদারকি করছে। পাশাপাশি বোর্ডের নিজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে ভিজিলেন্স টিমও কাজ করছে।