ময়মনসিংহে একটি কুকুর একে একে ৪০ জনকে কামড়িয়ে আহত করেছে বলে জানা গেছে। আহতেরা সকাল থেকে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন। সেই সঙ্গে এ কুকুর আতঙ্কে রয়েছে ওই এলাকার মানুষজন।
আজ বুধবার সকালে ময়মনসিংহ মহানগরীর ৪ নম্বর ওয়ার্ডের গোহাইলকান্দি ও জামতলা মোড়ে কুকুরটি কমপক্ষে ৪০ জন নারী, পুরুষ ও শিশুকে কামড়ে আহত করে। এ ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে এসকে (সূর্য কান্ত) হাসপাতালের মেডিকেল অফিসার প্রজ্ঞানন্দ নাথ বলেন, ‘আজ (বুধবার) সকালে গোইলকান্দি ও জামতলা মোড় থেকে কুকুরের কামড়ে ৪০ জন আহত হয়ে চিকিৎসা সেবা নিয়েছে। সম্প্রতি কুকুরের উপদ্রব বেড়েছে। তাই প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন কুকুর, বিড়াল এবং শেয়ালের কামড়ে আক্রান্ত হয়ে সেবা নিচ্ছে। কুকুরের কামড়ে মৃত্যুর ঝুঁকি রয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাৎক্ষণিকভাবে আক্রান্ত স্থান কাপড় ধোয়ার সাবান দিয়ে ধুয়ে হাসপাতালে যোগাযোগ করতে হবে।’
কুকুরের উপদ্রব কমাতে নানা উদ্যোগের কথা জানিয়ে সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘কুকুর নিধনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবে সম্প্রতি কুকুরের উপদ্রব বেড়েছে। কুকুরের সংখ্যা কমানোর জন্য অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’