মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের সুবচনী বাজারের কাছে পদ্মার শাখা নদীতে পিকনিকের উদ্দেশ্যে বের হওয়া একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কয়েস আহম্মেদ বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৫ জনের মরদেহ উদ্ধার করেছি। এর মধ্যে ৪টি মরদেহ ইতোমধ্যে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং ১টি মরদেহ নদীর পাড়ে রয়েছে।’
উদ্ধার কাজে যোগ দিতে ঢাকা থেকে ডুবুরি দল আসছে বলেও জানান তিনি।
আউটশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেকান্দার বেপারী বলেন, ‘আমি আধঘণ্টা আগে খবর পেয়েছি, দুর্ঘটনাকবলিত স্থানের উদ্দেশে রওনা হয়েছি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি ওই ট্রলারে মোট ৪৬ জন ছিলেন। সেখানে পৌঁছে বিস্তারিত বলতে পারবো।’
মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুমন দেব বলেন, ‘নিহত ও নিখোঁজের সঠিক সংখ্যা এখনই বলতে পারছি না। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। সেখান গিয়ে জানাতে পারব।’