ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আঠারবাড়ী-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।
গতকাল (০২ আগস্ট) বুধবার বিকেল ৫ টার দিকে আঠারবাড়ী রেলস্টেশন প্লাটফর্মে আঠারবাড়ী রেলওয়ে প্যাসেঞ্জার কমিউনিটি ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন পেশার স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তব্য দেন আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুবের আলম কবীর রুপক, আঠারবাড়ি মহাজান সমিতির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সমন্বয়ক আজহারুল ইসলাম পলাশ, স্থানীয় বাসিন্দা মো. সাকিব হোসেনসহ অনেকে।
এসময় তাঁরা বলেন, ‘যাতায়াতের সহজ মাধ্যম হচ্ছে রেলপথ। জীবন-জীবিকা, অর্থনীতি-সংস্কৃতি-শিক্ষা তথা সভ্যতার বিকাশ রেলকে ঘিরেই আবর্তিত। কিন্তু ময়মনসিংহ বিভাগের দক্ষিণ ও পূর্ব অঞ্চলটি রেলের কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত হচ্ছে। তাই এই অঞ্চলের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে আঠারবাড়ী-ঢাকা রুটে অবিলম্বে আন্তঃনগর ট্রেন চালু করতে হবে’ অন্ততপক্ষে ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত চলা আন্তঃনগর ৭৩৭\৭৫০নং এগারোসিন্ধুর অথবা ৭৮১\৭৮২ নং কিশোরগঞ্জ এক্সপ্রেস যে কোন একটি ট্রেন অবিলম্বে বর্ধিত করে হলেও ময়মনসিংহ বিভাগের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পাঁচটি উপজেলা জনগণকে সুবিধা দিতে হবে এই দাবি জানান
বক্তারা ।
এ ছাড়াও করোনাকালীন সময়ে বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেনগুলোও চালুর দাবি জানান উপস্থিত স্থানীয় বাসিন্দারা।