বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ‘বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়।’
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পিটার হাস।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমি আওয়ামী লীগ, অন্যান দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি। আমি সবাইকে মার্কিন নীতির কথা জানিয়েছি।’
পিটার হাস বলেন, ‘আওয়ামী লীগসহ সবাইকে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বলেছি।’