পদোন্নতি পেয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি) হলেন আরও তিন কর্মকর্তা। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির বিষয়টি জানানো হয়। নতুন আইজি হলেন- সেলিম মো. জাহাঙ্গীর, দেবদাস ভট্টাচার্য ও হাবিবুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়— অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) থেকে গ্রেড-২ এ পদোন্নতি দিয়ে তাদের অতিরিক্ত আইজি করা হয়েছে।
সেলিম জাহাঙ্গীর জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। ময়মনসিংহ রেঞ্জের দায়িত্বে ছিলেন দেবদাস। হাবিবুর টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে চলতি দায়িত্বে ছিলেন। কর্মকর্তাদের মধ্যে— জাহাঙ্গীর ও দেবদাস দুজনই বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা। হাবিবুর বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা।