ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহনের পর দ্বিতীয় কর্মদিবসের দিনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন উম্মে সালমা তানজিয়া। সোমবার (১৭ জুলাই) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন ময়মনসিংহের ৬ষ্ঠ এ বিভাগীয় কমিশনার। ১৮২৯ সালে বিভাগীয় কমিশনার পদ সৃষ্টির পর বাংলাদেশে দ্বিতীয় এবং ময়মনসিংহে প্রথম নারী বিভাগীয় কমিশনার হলেন উম্মে সালমা তানজিয়া।
সভায় ময়মনসিংহ নগরীর প্রধান সমস্যা যানজট, সরকারের প্রশাসনিক দফতরগুলোতে তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন, নতুন বিভাগীয় কার্যালয় স্থাপনে অগ্রগতি ও অধিগ্রহনকৃত ভূমি মালিকদের জটিলতা নিরসন, বিভাগীয় নগরীর সড়কগুলো প্রশস্তকরণসহ নানা সমস্য ও সম্ভাবনার কথা তুলে ধরেন উপস্থিত সাংবাদিকরা।
এ সময় নয়া বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন, সাংবাদিকরা রাস্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের মাধ্যমে মানুষ সারাবিশ্ব দেখে। আর এ কারণেই সঠিক দায়িত্ব পালনে আমি আপনাদের (সাংবাদিক) সহযোগিতা চাই। আমি এক স্বপ্নবাজ মানুষ। আমি স্বপ্ন বিতরণ করা মানুষ। আমার স্বপ্ন হচ্ছে আকাশছুঁয়া। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি, দেখাতে পছন্দ করি। তবে তা কোনো অবাস্তব স্বপ্ন নয়।
তিনি আরও বলেন, আমি ময়মনসিংহে কাজ করতে এসেছি। সেজন্য আমি নিরন্তর দৌঁড়াবো। আমি এখানে ভালোবাসা ছাড়া আর কিছুই নিতে আসিনি। আমি স্মরনীয় হয়ে থাকতে চাই না, আমি ময়মনসিংহবাসীর হৃদয়ে থাকতে চাই।
নগরীর নানা সমস্যা প্রসঙ্গে বিভাগীয় কমিশনার বলেন, যানজট ময়মনসিংহ নগরীর ভয়াবহ সমস্যা, এটা আমি আগেই জেনেছি। চেষ্টা করব এ সমস্যার কারণগুলো চিহ্নিত করে সামাধান করতে। সেই সঙ্গে আমি ময়মনসিংহ যোগদান করেই বিভাগীয় কার্যালয় স্থাপন এলাকাটি পরিদর্শন করেছি এবং দ্রুত তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।
মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন, ফরিদ আহম্মেদ, তাহমিনা আক্তার, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার ইউনিটির সভাপতি বাবুল হোসেন, স্থানীয় দৈনিক আজকের বাংলাদেশের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকসহ টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।