1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন

নেত্রকোণা- ৪ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

সংসদ সদস্য বেগম রেবেকা মমিনের মৃত্যুতে শূন্য ঘোষিত নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচন আগামী ৪ সেপ্টেম্বর।

রোববার (১৬ জুলাই) নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৪ জুলাই। মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই। প্রার্থীরা ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি করা হবে ২৯ জুলাই। প্রার্থিতা প্রত্যাহার ৩১ জুলাই এবং প্রতীক বরাদ্দ ১ আগস্ট।

২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট অনুষ্ঠিত হবে ব্যালটে। নির্বাচনটি সিসি টিভিতে পর্যবেক্ষণ করা হবে না।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১১ জুলাই) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের সংসদ সদস্য রেবেকা মমিন। ৭৬ বছর বয়সী রেবেকা মমিন দীর্ঘদিন ধরে কিডনি ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন।

টানা তিন মেয়াদে মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনের সংসদ সদস্য ছিলেন রেবেকা মমিন। তিনি ২০০৮ সালের নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া রেবেকা মমিন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি