1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন

মসিকের নগর স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩

প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবায় ময়মনসিংহ নগরীর খাগডহর এলাকায় নগর স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ জুন) দুপুরে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।

ময়মনসিংহ সিটি করপোরেশন বাস্তবায়িত এবং পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) পরিচালিত এ স্বাস্থ্য কেন্দ্রে নাগরিকরা গর্ভ, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবা, পরিবার পরিকল্পনা, নবজাতক ও শিশু সেবা, সংক্রামক ও সাধারণ রোগের চিকিৎসা ইত্যাদি সেবা পাবেন। এছাড়াও এ স্বাস্থ্য কেন্দ্রের আওতায় কেন্দ্রের পাশ্ববর্তী ৪৮ টি পয়েন্টে স্যাটেলাইট ক্লিনিক পরিচালনার মাধ্যমে নাগরিকদের কাছে গিয়ে স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।

এ উপলক্ষে নগর স্বাস্থ্য কেন্দ্র-২ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ইকরামুল হক টিটু বলেন, এ স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের ফলে এ অঞ্চলের মানুষ হাতের কাছে এবং কম মূল্যে মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতের যে অঙ্গীকার তা পূরণে ভূমিকা রাখবে এ স্বাস্থ্যকেন্দ্র।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহবাসীর জন্য বিভাগ, সিটি করপোরেশনসহ অসংখ্য উন্নয়ন উপহার দিয়েছেন। সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে সড়ক ও ড্রেনের কাজ চলমান আছে। নতুন ওয়ার্ডগুলোতে প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। চলমান উন্নয়ন প্রকল্প শেষ হলে সকল ড্রেন ও সড়কের নির্মাণ কাজ সম্ভব হবে। করোনা মহামারিসহ সকল সংকটে সর্বোস্ব দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি, সবসময় থাকবো।

স্থানীয় সরকার বিভাগের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় ময়মনসিংহ সিটি করপোরেশনে একটি নগর মাতৃসদন ও তিনটি স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ইতিপূর্বে নগরীর ব্রাহ্মপল্লীতে নগর মাতৃসদন এবং জামতলা ও শম্ভুগঞ্জে নগর স্বাস্থ্যকেন্দ্র-১ ও ৩ উদ্বোধনের পর সোমবার খাগডহরে নগর স্বাস্থ্যকেন্দ্র-২ উদ্বোধন করেন মেয়র।

এছাড়াও এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও অসহায় নারীদের মাঝে রেড কার্ড বিতরণ করেন মেয়র। এর মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবেন তারা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী বলেন, এ নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রায় ৪০ টি সেবা প্রদান করা হবে। যেকোন প্রয়োজনে এ অঞ্চলের মানুষের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বা বেসরকারি ক্লিনিকে যাওয়ার প্রয়োজনীয়তা কমে আসবে।

অনুষ্ঠান পরিচালনা করেন মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ। এছাড়াও এ অনুষ্ঠানে সাবেক পৌর কমান্ডার আব্দুল মজিদ, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার, মসিকের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি আসাদুজ্জামান বাবু, সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা আক্তার ও কাউসার-ই-জান্নাত, প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা, পিএসটিসির হেড অব প্রোগ্রাম ড. মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি