1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন

‘আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের সকল অর্জন’

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, স্বাধীনতা অর্জনসহ বাংলাদেশের যা কিছু অর্জন, তার সবই এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরে এসব অর্জনগুলো এসেছে।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৪ জুন) বিকেলে নগরীর কৃষ্ণচূড়া চত্বরে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ আয়োজিত আনন্দ মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

মেয়র ইকরামুল হক টিটু বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ, ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। প্রতিষ্ঠার পরই বাংলাদেশ আওয়ামী লীগ ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়ে বাঙালির মায়ের ভাষার অধিকারকে রক্ষা করেছে। এরপর বাঙালির মুক্তির জন্য প্রতিটি আন্দোলন, লড়াই, সংগ্রামে নেতৃত্ব দিয়ে ১৯৭১ এ আমাদের প্রাণের দাবি স্বাধীনতাকে এনে দিয়েছে বঙ্গবন্ধু তথা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব।

তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী চক্র যখন দেশকে পিছনের দিকে নিয়ে যাচ্ছিলো তখন জননেত্রী শেখ হাসিনা গণ মানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন। তার নেতৃত্বেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। তিনি ২০৪১ সালের মধ্যে স্মার্ট উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যেমন দেশকে স্বাধীন করেছিলাম এখন তেমনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে শক্তিশালী করার মাধ্যমে সকল প্রতিবন্ধকতা রুখে দিয়ে বাংলাদেশকে উন্নত বাংলাদেশের কাতারে নিয়ে যেতে হবে।

দেশের উন্নয়নকে অব্যহত রাখতে হলে নৌকার জয় অপরিহার্য। তাই নৌকার জয়ের জন্য সবাইকে কাঁধে কাঁধ রেখে একসাথে কাজ করে যাওয়ার আহবানও জানান মহানগর আওয়ামী লীগের সভাপতি।

এছাড়াও আরও বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, সাবেক সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক নিয়াজ মোর্শেদ, সাবেক আইন সম্পাদক তাজুল ইসলাম খোকন প্রমুখ।

পরে কৃষ্ণচূড়া চত্বর থেকে আনন্দ শোভাযাত্রাটি বের করা হয়। শুভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউনহলে গিয়ে শেষ হয়। এতে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি