জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন সদর থানা ওসি কাজী শাহ নেওয়াজ ইমন । সোমবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
অপরাধ সভায় পুলিশ সুপার সকল থানার অফিসার ইন-চার্জদের উদ্দেশ্যে থানা এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন।
কোরবানির ঈদ কে সামনে রেখে গুরু চুরি রোধ ও গুরু খামারিদের নিরাপত্তা প্রদানে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন। ঈদে গরুবাহী ট্রাক ও ঘরমুখো মানুষের মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে এপ্রিল ২৩ এ শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে জাকির হোসেন সুমন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) কে পুরস্কৃত করা হয়। এছাড়া শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কাজী শাহ নেওয়াজ ইমন, অফিসার ইনচার্জ, জামালপুর সদর থানা, জামালপুর কে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ এসআই হিসেবে তারিকুজ্জামান এসআই (নি:), জামালপুর থানা কে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ এএসআই এবং ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এএসআই (নি:) মাহফুজুর রহমান, বকশীগঞ্জ থানাকে পুরস্কৃত করা হয়।
এসময় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এএসআই (নি.) মুস্তাফিজুর রহমান, জামালপুর থানা ও এলআইসি শাখা কে পুরস্কৃত করা হয়। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সদর থানার সদর থানা ওসি কাজী শাহ নেওয়াজ ইমন জানান, বর্তমান পুলিশ সুপার নাসির উদ্দিন স্যারের সঠিক দিক নির্দেশনায় সদর থানা পুলিশ অপরাদ দমন,মাদক পাচার প্রতিরোধ করা সহ আইন শৃঙ্খলা রক্ষার্থে কাজ করে যাচ্ছে।অপরাদ দমনে স্যারের নির্দেশে পুলিশের কার্যক্রম অব্যহত থাকবে।
এ বিষয়ে পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ বলেন, জামালপুরকে মাদক, সন্ত্রাস মুক্ত জামালপুর গড়তে জেলা পুলিশ সদা তৎপর রয়েছে। সেই সাথে পুলিশের কাজে সহায়তা করে একটি আধুনিক অপরাধমুক্ত, মাদক ও সন্ত্রাস মুক্ত জনপদ গড়তে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করেছেন তিনি।