ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকসেবীরা একটি প্রাথমিক বিদ্যালয় ও প্রধান শিক্ষিকার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার সোহাগী ইউনিয়নের দরিবৃ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রধান শিক্ষিকার বাড়িতে এ ঘটনাটি ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম অভিযোগ করে জানান, তার বিদ্যালয়ের আঙ্গিনায় প্রায়ই মাদকসেবীরা নেশার আড্ডা জমাতো। বিষয়টি তার নজরে আসায় মাদকসেবীদের নিষেধ করলে শুক্রবার দিবাগত রাতে তার ছেলে নেত্রকোনা সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র আমির ফয়সাল ভূঁইয়া আনন্দ বাজার থেকে বাড়ি ফেরার পথে মাদকসেবী পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার বৃ-বড়বাগ গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে ও তার সহযোগীরা তাকে মারধর করে।
প্রধান শিক্ষিকা বিষয়টি তাৎক্ষণিক মাহিনের বাবাকে অবহিত করলে তারা ক্ষিপ্ত হয়ে সশস্ত্র অবস্থায় বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণী কক্ষে তালা ভেঙ্গে প্রবেশ করে কক্ষের ফ্যান, লাইট, বেঞ্চ ও দরজা জানালা কুপিয়ে তছনছ করে। এতেও ক্ষান্ত না হয়ে প্রধান শিক্ষিকার বসত ঘরসহ গোয়াল ঘরে হামলা চালায় এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তিনি নিরুপায় হয়ে ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর হামলাকারীরা পালিয়ে যায়।
এবিষয়ে সোহাগী ইউপি চেয়ারম্যান কাদির আহম্মেদ ভূঁইয়া বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি একটি লজ্জাজনক ঘটনা। আমি এঘটনার তীব্র নিন্দা জানাই। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে ভুক্তভোগী ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো।’
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নীলুফার হাকিম বলেন, রবিবার আমরা স্কুল ভিজিট করে এসেছি। ইউএনও মহোদয়ের সাথে আলোচনা করে এবিষয়ে আমরা সিদ্ধান্ত নিব।’
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান হামলার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার দিন রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে প্রধান শিক্ষিকাকে লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোসা. হাফিজা জেসমিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’