1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

ময়মনসিংহ বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ৯৭৮ পরীক্ষার্থী

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৯৭৮ জন পরীক্ষার্থী। চার জেলার মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিতির সংখ্যা ময়মনসিংহ জেলায়। এই জেলায় প্রথম দিন ৬০টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৫০ হাজার ৫৮৮ জন। এর মধ্যে ৪৬৬ জন পরীক্ষায় বসেনি।

রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। ময়মনসিংহ বোর্ডের অধীনে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। সব মিলিয়ে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৩ হাজার ৩০০ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ১২ হাজার ৩২২ জন ও অনুপস্থিত ছিল ৯৭৮ জন।

বোর্ড সূত্রে জানা যায়, ময়মনসিংহে ৬০টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫০ হাজার ৫৮৮ জন, অনুপস্থিত ছিল ৪৬৬ জন। জামালপুরে ৫২টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৭ হাজার ১৯১ জন, অনুপস্থিত ২৩৬ জন। নেত্রকোনায় ২৫টি কেন্দ্রে পরীক্ষার্থী ২১ হাজার ৩৭৫ জনের মধ্যে অনুপস্থিত ১৮৭জন। শেরপুরে ১৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ১৪ হাজার ১৪৬, অনুপস্থিত ৮৯ জন। পরীক্ষাকেন্দ্রে কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো: সামছুল ইসলাম বলেন, প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন। প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষাবোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা আছে। এ ধরনের কোনো ঘটনা ঘটার সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি