1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ

তিউনিসিয়া উপকূল থেকে বাংলাদেশিসহ ৩৭২ অভিবাসন প্রত্যাশী আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

তিউনিসিয়া উপকূল থেকে বাংলাদেশিসহ ৩৭২ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির কোস্ট গার্ড। আফ্রিকা নিউজের খবর।

সোমবার (২৪ এপ্রিল) উপকূলবর্তী শহর স্ফ্যাক্সে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিউনিসিয়ার কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানায়, ছোট্ট একটি নৌকায় করে সমুদ্র পাড়ি দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। অবৈধভাবে সমুদ্রযাত্রা শুরুর আগ মুহূর্তে তাদের আটক করা হয়।

ফরাসি গণমাধ্যম আফ্রিকা নিউজ জানায়, বাংলাদেশি ছাড়াও আটক অভিবাসীদের মধ্যে সিরিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। বাংলাদেশিদের সংখ্যা কতজন তা জানায়নি সংবাদমাধ্যমটি। তবে আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকদের সংখ্যাই বেশি বলে জানানো হয়।

উল্লেখ্য, চলতি বছর ১৩ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে তিউনিসিয়ার উপকূল থেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি