রোববার (১৯ ফেব্রুয়ারি) ফুলবাড়ীয়ার আছিমে জাগ্রত আছিম গ্রন্থাগারের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় গ্রন্থাগার প্রাঙ্গনে পাঠক মিলন মেলা ও সেরা পাঠক পুরস্কারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শাহাবুদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক, পাঠাগারের উপদেষ্টা আসাদুজ্জামান আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য ডা. মো. কামরুজ্জামান। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ধারা বিশ্ববিদ্যালয় কলেজ, হালুয়াঘাটের অধ্যক্ষ মো. তৌফিকুর রহমান।
অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সমাজসেবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্কুল কলেজ পড়ুয়া পাঠাগারের নিয়মিত সদস্য ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বই পাঠের গুরত্ব তোলে ধরার পাশাপাশি গ্রন্থাগারের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
গত বছর সর্বোচ্চ ৩৫টি বই পড়ে মুসফিকা নাজনিনা সিনথিয়া ১ম স্থান অর্জন করে।