ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অপসংস্কৃতির উত্তাল তরঙ্গে, সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত মিল্লাত ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয়বারের মতো সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ফুলবাড়িয়ার আল হেরা একাডেমি উচ্চ বিদ্যালয় ও আছিমের শাহাবুদ্দিন ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
রাসূল (সাঃ) এর জীবনী ও ময়মনসিংহের ইতিহাস-ঐতিহ্য বিষয়ের উপর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনটি ক্যাটাগরিতে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ সিরাত প্রতিযোগিতায় অংশ নেয়।
সংগঠনটি জানায়, সিরাত প্রতিযোগিতার ফলাফল আগামী ১৮ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় মিল্লাত ফাউন্ডেশনের ফেসবুক গ্রুপে প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমসের মাধ্যমে জানানো হবে।