সন্তান প্রসবের জন্যে হাসপাতালে ভর্তি হতে উত্তরা থেকে আগারগাঁও যাচ্ছিলেন সোনিয়া রানী দাস। যাওয়ার সময় মেট্রোরেলেই প্রসব বেদনা উঠে তার। অসুস্থ হয়ে পড়লে রোভার স্কাউট ও মেট্রোরেল স্টেশন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সন্তান প্রসব করেন তিনি।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৮টা ৪৫ এর দিকে আগারগাঁও স্টেশনে এ ঘটনা ঘটে।
মেট্রোরেল স্টেশন কর্তৃপক্ষ এবং রোভার স্কাউটের নারী সদস্যদের সহযোগিতায় আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে বাচ্চা প্রসব হয়। শিশু হাসপাতাল থেকে ডা. ফেরদৌস আক্তার নামে একজন চিকিৎসককে এ সময় ডেকে আনা হয়।
পরে তাদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় সোনিয়া রানীর স্বামী সুকান্ত সাহা তার সঙ্গে ছিলেন। মা ও শিশু দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে।
সোনিয়ার স্বামী সুকান্ত সাহা সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় নিয়মিতই ডাক্তারের কাছে চেকআপ করাতে হতো। হাসপাতলে ভর্তি করানোর জন্য এদিন বাসা থেকে নিয়ে যাচ্ছিলাম। পরে মেট্রোরেলেই তার প্রসব বেদনা ওঠে। এতে মেট্রোরেল স্টেশন কর্তৃপক্ষ এবং রোভার স্কাউটের নারী সদস্যদের সহযোগিতায় সেখানেই বাচ্চা প্রসব করানো হয়। মা ও ছেলে দুজনেই সুস্থ আছে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
মেট্রোরেল স্টেশনে তাৎক্ষণিকভাবে সবাই দেবদূতের মতো সহযোগিতা করেছেন উল্লেখ করে সুকান্ত সাহা আরও বলেন, ‘আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারব না। সবাই তাৎক্ষণিকভাবে প্রচণ্ড রকম সহযোগিতা করেছেন। মেট্রোরেল কর্তৃপক্ষই আমাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছে। সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ।’