1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

ময়মনসিংহে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম করা হবে : সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

ময়মনসিংহ জেলায় একটি ক্রিকেট আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আনোয়ারুল আবেদীন খানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে টেবিলে প্রশ্নোত্তর উপস্থাপন করা হয়।

প্রতিমন্ত্রী জানান, ময়মনসিংহ বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের জন্য ২০ একর জায়গা নির্ধারণ করে ভূমির সম্ভাব্য অধিগ্রহণের মূল্য হিসেবে ৮৩ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকার প্রস্তাব পাওয়া গেছে। জাতীয় ক্রীড়া পরিষদের কাছে জমি হস্তান্তরের পর নির্মাণকাজের দরপত্র আহ্বান করা হবে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে জাহিদ আহসান রাসেল জানান, বরিশাল আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের কাজ চলমান রয়েছে।

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন সাভারের হেমায়েতপুর ও ভাটুরিয়া এবং দক্ষিণ সিটি করপোরেশন কাঁচপুর ও কেরানীগঞ্জের বাঘৈর-এ চারটি বাসটার্মিনাল নির্মাণের কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। বাস টার্মিনাল নির্মাণে জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি