বিজয় দিবস অনুর্ধ ১৮ নারী কারাতে প্রতিযোগীতায় শিশু (৮-১০) মাইনাস ৩৫ কেজি কুমিতে ক্যাটাগরিতে জামালপুরের নতুন কুঁড়ি মার্শাল আর্ট স্কুলের আফরা জাহান তানভী ব্রৌঞ্জ পদক জয় করেছে।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে ‘ভিএনসিসি’ কারাতে ক্লাবের সহযোগিতায় শনিবার ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে পুরষ্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ মহাসচিব আশিকুর রহমান (মিকু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ সভাপতি দক্ষিণ এশিয়ান কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ সভাপতি ইকবাল হোসেন। আফরা জাহান তানভী জামালপুর নতুন কুঁড়ি মার্শাল আর্ট স্কুলের কারাতে প্রশিক্ষণার্থী। বাংলাদেশ মার্শাল আর্ট ফাউন্ডেশনের তত্বাবধানে নতুন কুঁড়ি রেসিডেশিয়াল স্কুল ২০২২ সালের জুনে বিভিন্ন বয়সের শিশু ও কিশোর-কিশোরীদের কারাতে প্রশিক্ষণের লক্ষ্যে নতুন কুঁড়ি মার্শাল আর্ট স্কুল চালু করে। স্কুলটির কারাতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ মার্শাল আর্ট ফাউন্ডেশন জামালপুর শাখার পরিচালক সাংবাদিক শোয়েব হোসেন।
উল্লেখ্য, জামালপুরের সরিষাবাড়ির কৃতি সন্তান আতিক মোর্শেদ বাংলাদেশ মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এবারের বিজয় দিবস অনুর্ধ ১৮ নারী কারাতে প্রতিযোগীতায় বাংলাদেশ মার্শাল আর্ট ফাউন্ডেশন ৩টি স্বর্ণ, রৌপ্য ১টি ও ২টি ব্রৌঞ্জ লাভ করে।