শেরপুরের শ্রীবরদী উপজেলায় অবৈধ ছয় ইটভাটায় সাড়াশি অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আল আমিন নামে দুইটি ইটভাটায় এক লাখ ৩০ হাজার ও দুই লাখ ৪০ হাজার করে মোট তিন লাখ ৭০ হাজার, জনতা ব্রিকসকে দুই লক্ষ, মনিরা ব্রিকসে তিন লক্ষ, ফাতেমা ব্রিকস তিন লক্ষ, এবং একতা ব্রিকসকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। ছয় ইট ভাটায় সর্বমোট ১৮ লাখ জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় দুইটি ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ অভিযান পরিচালনা করেন। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ খবরের সত্যতা নিশ্চিত করে অভিযান অব্যাহত থাকবে। সকল ইট ভাটা মালিককে আইন মেনে নতুন প্রযুক্তির পরিবেশ বান্ধব ইট ভাটা আইনের আওতায় আনা হবে।