1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের স্থিতিশীলতার জন্য জাতীয় ঐক্য দরকার : প্রেস সচিব সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যাকারীদের গ্রেফতারের আলটিমেটাম হাসনাত-সারজিসের মার্কিন দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় ফিরেছেন খালেদা জিয়া স্ত্রী হত্যা মামলায় এসপি বাবুল আক্তারের জামিন চট্টগ্রাম আদালতের কার্যক্রম বন্ধ বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া দুপুরে শহীদ মিনারে সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরা কারা, কি পরিচয় এদের: ইসকন সম্পর্কে হাইকোর্ট

ময়মনসিংহে সাংবাদিকদের ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ দিল পিআইবি

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

ময়মনসিংহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দুই দিনব্যাপী ‘ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ’ দিয়েছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)। ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সোমবার (১৯ ডিসেম্বর) ও মঙ্গলবার (২০ ডিসেম্বর) এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা।

এসময় জেলা প্রশাসক ও প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মাছুম আহাম্মদ ভুঞা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি সালিম হাসান, প্রশিক্ষণ কর্মশালার আহবায়ক শেখ মহিউদ্দিন আহমেদ।

এসময় পুলিশ সুপার বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে যেভাবে তথ্য প্রবাহ হয় তাতে ফ্যাক্ট চেকিং করে সত্য-মিথ্যা নির্ণয় করা অত্যাবশ্যক। সাংবাদিকতার উৎকর্ষ সাধনে ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব অপরিসীম।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে ফ্যাক্ট চেকিং টুলস, ভুয়া তথ্য যাচাই, সামাজিক মাধ্যমে ভুয়া সংবাদ ছড়ানোর প্রবণতা ও ঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুন। এছাড়াও ফ্যাক্ট চেকিং টুলসের ব্যবহার, ফ্যাক্ট চেক প্রতিবেদন লেখার কৌশল, ভুয়া ছবি ও ভিডিও চিত্রের ফ্যাক্ট চেক করার পদ্ধতি, ফ্যাক্ট চেকিং সাইট পর্যবেক্ষণ ও সত্যতা যাচাই এবং সাংবাদিকতার নৈতিকতা বিষয়ে বিস্তর ধারণা দেন ফ্যাক্ট চেক বিশেষজ্ঞ সাহস মোস্তাফিজ।

পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনের সমন্বয়ে মোট ৩৫ জন সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের দ্বিতীয় ধাপে ২১-২২ ডিসেম্বর একই বিষয়ে আরও ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি