1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
আসছে নতুন বৃষ্টিবলয়, কৃষকদের জন্য জরুরি সতর্কবার্তা রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি ঢাকায় আসছেন ২৫ নভেম্বর নির্বাচন কমিশন থেকে নামিয়ে ফেলা হয় শেখ মুজিবুর রহমানের ছবি শেখ হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’, ছাত্রদল কর্মীদের বেধড়ক পেটাল ছাত্রলীগ পাঁচ বিসিএসে নিয়োগ পাবে ১৮ হাজার ১৪৯ জন ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে নির্দেশনা আদালত দেবে : স্বরাষ্ট্র উপদেষ্টা সিইসি ও চার কমিশনার শপথ নিলেন সেইলরের ব্র‍্যান্ড এম্বাসেডর হলেন তারকা জুটি সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিম মন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলাম, যেন চাকরি চাইতে গিয়েছি: বাণিজ্য উপদেষ্টা

আর্জেন্টিনা জিতলে ৫টি গরু জবাই করে সবাইকে খাওয়াবে এক সমর্থক

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

এবারের কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা জিতলে ৫টি গরু জবাই করে জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি-ভাত সবাইকে খাওয়ানোর ঘোষণা দিয়েছেন এক তরুণ সমর্থক। জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার চর ধানাটা গ্রামের আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমান এই ঘোষণা দিয়েছেন। তার এমন ব্যতিক্রমি ঘোষণায় সমর্থকসহ সকল ফুটবল ভক্তদের মধ্যে বেশ আগ্রহ দেখা দিয়েছে।

ফুটবল ভক্ত আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমান জানান, এবারের ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে আর্জেন্টিনা সমর্থক হিসেবে নিজ দল ও লিওনেল মেসির প্রতি ভালবাসা দেখিয়ে ১ হাজার ৬০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা বানিয়েছি। ওই পতাকা নিয়ে তিন শতাধিক আর্জেন্টিনা সমর্থকদের সাথে নিয়ে সরিষাবাড়ী শহরে র‌্যালী করে টাঙিয়ে দেয়া হয়েছে। পতাকা বানাতে খরচ হয়েছে ৩৫ হাজার টাকা। খেলা শুরুর পর থেকেই আর্জেন্টিনার প্রতিটি খেলার দিন দর্শক-সমর্থকদের জন্য খিচুড়ি, বিরিয়ানী ও মিল্লি ভাত ভোজনের আয়োজন করা হয়েছে। বড় পর্দায় খেলা উপভোগের ব্যবস্থা রাখার পাশাপাশি বিজয় উল্লাস করে সমর্থকদের নিয়ে বিজয় মিছিল করা হয়েছে প্রতিনিয়ত। এসব আয়োজনে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে বলে জানান এই মেসি ভক্ত।

রাজধানী ঢাকার তেজগাঁও কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাসুদুর রহমান আরও জানান, সর্বশেষ গত ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১ টায় সেমি ফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে অংশ নেয়া নিশ্চিত করে প্রিয় দল আর্জেন্টিনা। এরপর থেকে আমি ও সমর্থকরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি সেই মাহেন্দ্রক্ষণের, কখন ফুটবল বিশ্বকাপের ট্রফি মেসির হাতে উঠবে। আজকের ফাইনাল খেলা নিয়ে আমাদের মধ্যে বেশ উৎসাহ, উদ্দীপনা বিরাজ করছে। বরাবরের মত আজকেও চর ধানাটা গ্রামের স্থানীয় একটি ধানের চাতালে বড় পর্দায় ফাইনাল খেলা উপভোগের ব্যবস্থা করা হয়েছে। সেইসাথে আজ ১ হাজার ৫শ জন আর্জেন্টিনা সমর্থকদের জন্য ভুনা খিচুড়ীর আয়োজন করা হবে।

২৬ বছর বয়সী ওই তরুণ ভক্ত আরও বলেন, অসাধারণ খেলা খেলে যাচ্ছে প্রিয় মেসিরা। ইনশাআল্লাহ কাপ আমার পছন্দের দল আর্জেন্টিনাই নিবে। আর্জেন্টিনা জয়ের পরই ৫টি গরু জবাই দিয়ে ঐতিহ্যবাহী মিল্লি ভাত খাওয়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছি সেটিও রাখা হবে। সেই সাথে জামালপুরে আর্জেন্টিনা দলের খেলোয়াড় মেসি, ডি মারিয়া সহ সকল খেলোয়াড়কে আমি আমন্ত্রণ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি