1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন

মদনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ইমরান হোসেন, মদন, নেত্রকোণা
  • আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

নেত্রকোণা মদনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীনের সভাপতিত্বে, উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি মোঃ আনোয়ার হোসাইনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। সে সময় বক্তারা আজকের এই দিনে বাংলাদেশের মানচিত্র থেকে বুদ্ধিজীবীদের হত্যার নীলন নকশার বিষয়ে আলোচনা করেন। সেই সাথে হত্যাকারীদের বিচারের দাবি জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান প্রমুখ।

এছাড়াও মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা কমান্ডার হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস সহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি