জামালপুরে চরাঞ্চলের স্থানীয় শস্য ব্যাবসায়ীদের ব্যাবসা ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের একটি বিনোদন কেন্দ্রের হলরুমে ‘মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস’ (এমফোরসি) প্রকল্পের উদ্যোগে চরাঞ্চলের শস্য ব্যবসায়ীদের নিয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, এমফোরসি প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট অভিজিৎ কুমার রায়, ইন্টারভেশন স্পেশালিষ্ট মো: শামছুল আলম ও মোঃ মাহফুজুল হক প্রমুখ। এ সময় বক্তারা বলেন, শস্য ব্যবসায়ীদের ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে দক্ষ করে গড়ে তুললে চরাঞ্চলে সার্বিক অর্থনৈতিক উন্নতি ও কর্মসংস্থান সৃষ্টি হবে।
প্রশিক্ষণে ২৭ জন শস্য ব্যাবসায়ী অংশ নেয়। পর্যায়ক্রমে জামালপুর জেলার ৫টি উপজেলার চরাঞ্চলের ২৬টি ইউনিয়ন এবং কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজীবপুর উপজেলার ৯টি ইউনিয়নের মোট ১৭৩ জন শস্য ব্যবসায়ীকে ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।