নেত্রকোণার কলমাকান্দা সীমান্ত এলাকায় কাদায় আটকে এক বন্য হাতির (পুরুষ) মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের পাচগাঁও সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে হাতিটিকে মৃত অবস্থায় পান স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান।
তিনি জানান, সম্প্রতি সন্ধ্যার পর মেঘালয়ের পাহাড় থেকে সীমান্ত পার হয়ে দলবেঁধে বন্য হাতি নেমে আসে। সীমান্ত এলাকার কৃষকরা জমির ফসল বাঁচাতে রাতে মশাল জ্বালিয়ে পাহারা দেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে আটটি হাতির একটি দল পাহাড় থেকে নেমে বাংলাদেশের অভ্যন্তরে ঢোকে ধানক্ষেতের ক্ষতি সাধন করছিল। এলাকাবাসীর তাড়া খেয়ে হাতির দলটি সীমান্তের ওপারে চলে যায়। পরে সকালে গ্রামবাসী একটি হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। রাতে তাড়া খেয়ে হাতিটি কাদায় আটকে মারা গেছে বলে স্থানীয়দের ধারণা। বিষয়টি বন বিভাগ ও উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
দুর্গাপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, সন্ধ্যা নাগাদ মৃত হাতিটি ঘটনাস্থলেই পড়ে আছে। ময়নাতদন্ত শেষে এর মৃত্যুর কারণ জানা যাবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কণিকা সরকারকে জানানো হয়েছে, তারা গিয়ে আলামত সংগ্রহ করবেন। পরে হাতিটিকে মাটিচাপা দেয়া হবে বলে জানান তিনি।
কণিকা সরকার বলেন, ঘটনাস্থলে পৌঁছতে সন্ধ্যা হয়ে যায়। তখন সেখানে আরো কিছু হাতি পাহাড় থেকে নেমে ঘটনাস্থলের আশপাশে ঘোরাঘুরি করছে। বন্য হাতির আক্রমণের আশঙ্কায় মৃত হাতিটির কাছে যাওয়া যায়নি।
শনিবার সকালে আলামত সংগ্রহ করা হবে বলে তিনি জানান।