বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে। সেই জ্বরে ঝড় উঠেছে বাংলাদেশেও। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে উত্তেজনায় ভাসছে পুরো দেশ। কেউ প্রিয় দলের জার্সির রঙে রঙ করছেন বাড়ি, কেউ আবার বিশাল পতাকা টানিয়ে ফেলে দিচ্ছেন হৈচৈ।
বিশ্বকাপ ফুটবল উন্মাদনার এই হাওয়া বইছে ফসলের মাঠেও। আর্জেন্টিনার জার্সি পড়ে সারিবদ্ধভাবে আমন ধান কাটায় মেতে উঠেছেন একদল মৌসুমী কৃষি শ্রমিক। ময়মনসিংহস্থ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ পার্শ্ববর্তী এলাকায় আর্জেন্টিনার জার্সি পড়া ২২ কৃষি শ্রমিকের সোনালী ধান কাটার দৃশ্য নজর কেড়েছে পথচারি ও এলাকাবাসীর। আকাশী সাদার জার্সি পড়া এই আর্জেন্টাইন সমর্থকদের দেখে মনে হচ্ছে শরৎ এর নীল সাদা আকাশ যেন নেমে এসেছে হেমন্তের সোনালি ধানের ক্ষেতে। এ যেন মাঠে রঙ ছড়িয়ে জুড়িয়ে দিচ্ছে ভক্তদের প্রাণ।
ফুটবলপ্রেমী এই কৃষি শ্রমিকদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়। একসাথে ময়মনসিংহে এসেছেন ধান কাটতে। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে মজুরির টাকায় কিনেছেন আর্জেন্টিনা দলের জার্সি। সেই জার্সি গায়ে জড়িয়ে মাঠে নেমেছেন সোনালী ধান কাটতে। একই জার্সি গায়ে ধান কাটার এ দৃশ্যটি নজর কেড়েছে সকলের।
ছোটবেলায় ম্যারাডোনার খেলা দেখে আর্জেন্টিনার প্রেমে পড়েছিলেন সুনামগঞ্জের কর্মপাশার রুবেল মিয়া (৪০)। তার বয়স যখন ১৫ বছর, তখন থেকেই মনে প্রাণে আর্জেন্টিনাকে সর্মথন করছেন তিনি। রুবেল বলেন, আমরা ২২ জন মিলে এখানে কাজ করতে এসেছি। সবাই আমরা আর্জেন্টিনা দলকে সমর্থন করি এবং নিজেরাও টুকটাক খেলাধুলা করি। যখন থেকে খেলাধুলা বুঝি তখন থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করি। কারণ তাদের খেলার মান অনেক ভালো।
নেত্রকোনার মোহনগঞ্জ থেকে আসা কৃষি শ্রমিক আনোয়ার হোসেন (৩২) বলেন, আর্জেন্টিনার মেসি খুবই ভালো খেলে। তার খেলা আমাদের সবার পছন্দ। এবারই মেসির শেষ বিশ্বকাপ, তার হাতেই আমরা এবারের বিশ্বকাপটা দেখতে চাই।
জার্সি পড়ে ধান কাটাতেই সীমাবদ্ধ থাকছেন না তারা। বিশ্বকাপে আর্জেন্টিনার সব খেলা সবাই মিলে বড় পর্দায় দেখার আয়োজনের কথাও জানালেন এই ভক্তরা।