জামালপুর জেলা আওয়ামী লীগ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক সোহেল রানাকে বহিষ্কার করা হয়েছে।
আজ শনিবার বিকেলে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান জয় ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত গত ৪ নভেম্বর অনুষ্ঠিত মিছিল এবং সমাবেশে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তথা জেলা আওয়ামী লীগ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য ও মন্তব্য করায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল এবং সাধারণ সম্পাদক সোহেল রানাকে সাময়িক বহিষ্কার করা হল। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হল ।
তবে দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি রাকিবুল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক সোহেল রানা অভিযোগ অস্বীকার করে বলেন , আমরা জেলা আওয়ামী লীগের নেতাদের নিয়ে কোন মন্তব্য ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করিনি। অন্য বক্তারা বলে থাকতে পারেন, সঠিক তদন্ত হলে সত্যটা বেরিয়ে আসবে।
জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে কাজ করে, গতকাল সেই ছাত্রলীগের আয়োজিত সমাবেশে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য এবং মন্তব্য করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠিত হয়েছে তদন্তে অপরাধ প্রমাণিত হলে গঠনতন্ত্র মোতাবেক স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।