ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ। এর আগে, বিকেলে নগরীর নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি শাহ কামাল আকন্দ জানান, বিএনপির বিভাগীয় গণসমাবেশের দিন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় সংর্ঘষের ঘটনায় দায়েরকৃত মামলায় শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল করে মহানগর যুবদল। মিছিল শেষে নতুন বাজার দলীয় কার্যালয় থেকে বাসায় ফেরার পথে তাকে আটক করে থানায় নেয় পুলিশ।
প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হওয়ার পর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। এতে তিন পুলিশসদস্যসহ এক আওয়ামী লীগ নেতা আহত হয়। পরে এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে বিএনপির ২৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫০-৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ।