ময়মনসিংহে নগরীতে জমি নিয়ে বিরোধে হাজী আব্দুল বারেক (৬২) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে।
নিহত আব্দুল বারেক নগরীর ৩২ নং ওয়ার্ডের চরকালীবাড়ী এলাকার বাসিন্দা মরহুম হাসেন আলীর ছেলে।
শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে চর কালীবাড়ী ময়লাকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় জুলু মিয়া ও তার ছেলে রূপক মিয়াকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আব্দুল বারেকের সঙ্গে প্রতিবেশী জুলু মিয়ার একখণ্ড জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমি নিয়ে মামলা করে পরাজিত হন জুলু। শুক্রবার বেলা ১২টার দিকে আবদুল বারেক বিরোধপূর্ণ জমিতে কাজ করতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এতে প্রতিপক্ষের লোকজনের ছুরিকাঘাতে আবদুল বারেক গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন।
নিহত হাজী আব্দুল বারেকের ভাগ্নে রিপন মিয়া জানান, তার মামা জমিতে যেতেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী লোকজন নিয়ে হামলা করেন জুলু ও তাঁর লোকজন। ছুরিকাঘাত করে তার মামাকে ফেলে যায় তারা।
কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, জমি নিয়ে বিরোধে হত্যার ঘটনাটি ঘটে। বাবা-ছেলেকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।