ময়মনসিংহের ফুলপুরে ৩ হোটেলকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ওই জরিমানা আদায় করা হয়।
এসময় পচা বাসি খাবার পরিবেশন ও রান্নাঘরে নোংরা পরিবেশসহ ভোক্তা অধিকার আইনে বিভিন্ন ত্রুটির দায়ে থানা রোডের হাজী কাচ্চি ঘর এন্ড বিরানি হাউজকে ১৫ হাজার টাকা, গ্রীণ রোডের তেপান্তর রেস্টুরেন্টকে ৭ হাজার টাকা ও এভারগ্রীণ রেস্টুরেন্টকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মঞ্জুরুল হক, ফুলপুর থানার এসআই মোফাখখিরুল প্রমুখ উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ -এর সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।