বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিন উদযাপন করেছে ময়মনসিংহের সম্মিলিত সাংস্কৃতিক জোট। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান নগরীর বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের আহ্বায়ক কবি ফরিদ আহমদ দুলালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। এ সময় জোটের যুগ্ম আহ্বায়ক এড. আবুল কাশেম, লোক গবেষক শাহ সাইফুল আলম পান্নু, নাট্যব্যক্তিত্ব সাইফুল ইসলাম দুদু, লেফ. কর্ণেল(অব) ড. শাহাবুদ্দিন, নাট্যজন সাইফুল এহসান জহিরসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নাট্যজন আবুল মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জোটের সদস্য সচিব এড. আব্দুল মোতালেব লাল।
প্রধানমন্ত্রীর জন্মদিনকে ঘিরে আলোচনা পর্বের পরই শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্রহ্মপুত্র পাড়ে আয়োজিত এ অনুষ্ঠানে জোটভুক্ত প্রায় ৩৩টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন।
মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে শিল্পের শহর ময়মনসিংহের সংস্কৃতিচর্চাকে তরান্বিত করতে সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ মূখ্য ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।