প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে সব ভোট ব্যালটে নেয়া হবে।
বুধবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হ্যাকিং বা ভোট কারচুপির কোনো সুযোগ নেই। এ বিষয়ে আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। এরপরও যদি সব রাজনৈতিক দল ইভিএমে ভোট না করার বিষয়ে সমঝোতায় আসে তাহলে ভোট ব্যালটে নেয়া হবে।
তিনি আরো বলেন, ইভিএমে ভোট না করার বিষয়ে যে ৩৯ নাগরিক বক্তব্য দিয়েছেন। তারা ইভিএমের ত্রুটির বিষয়টি নির্বাচন কমিশনে এসে তুলে ধরুন। গ্রহণযোগ্য ব্যাখ্যা পেলে তাদের বক্তব্য বিবেচনায় রাখা হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নির্বাচন কমিশনের প্রতি আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন দেশের ৩৯ জন বিশিষ্ট নাগরিক।
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক ঐকমত্য ছাড়াই নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ভোটগ্রহণে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি কমিশনের এ সিদ্ধান্ত অযৌক্তিক। এটি রাজনৈতিক বিতর্ককে আরো উসকে দেবে এবং কমিশনের বর্তমান আস্থার সংকটকে আরো প্রকট করে তুলবে। আমরা আবারো একটি ব্যর্থ নির্বাচনের কবলে পড়বো। যা জাতি হিসেবে আমাদের চরম সংকটের দিকে ধাবিত করবে।