দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মচারী থাকাকালে অনেকবার বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেছিলেন মো. এমদাদুল হক। অবসরে যাওয়ার পর ‘অনুশোচনা’ হচ্ছে জানিয়ে আনুমানিক হিসাব করে গতকাল সোমবার চলে যাওয়া ট্রেনের দুই হাজার ৫৩০ টাকার আসন ছাড়া টিকিট কাটেন তিনি। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে।
দুদকের সাবেক কনস্টেবল এমদাদুল হকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পাশের এলাকা দক্ষিণ মৌড়াইলে। বছর দুয়েক আগে অবসরে যান তিনি।
এত দিন পর কেন তাঁর ‘অনুশোচনা’ হলো কেন জানতে চাইলে এমদাদুল হক বলেন, ‘চাকরির শেষ সময়ে এসে শারীরিক অসংগতির কারণে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা সম্ভব হয়নি মাঝে মাঝে। ঢাকা থেকে বাড়িতে (ব্রাহ্মণবাড়িয়া) ফেরার পথে এমন ঘটনা হয় বেশি। এ অবস্থায় বিনা টিকিটেই ট্রেনে চড়েছি। হিসাব করে দেখলাম, আড়াই হাজার টাকার মতো ভাড়া দেওয়া হয়নি সরকারকে। অনেক দিন ধরেই এ নিয়ে অনুশোচনা ছিল। কিভাবে কী করব সেটা বুঝতে পারছিলাম না।’