প্রতিদিন সাইকেল চালিয়ে ছেলে পিয়াসকে স্কুলে নিয়ে যেতেন হানিফ উদ্দিন। আজ মঙ্গলবার সকালেও ছেলেকে স্কুলে পৌঁছে দিতে হানিফ সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। তবে পথে ট্রাকচাপায় দুজনেই মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে শেরপুরের নকলা পৌর শহরের ইশিবপুর এলাকায় সাবরেজিস্ট্রার কার্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফ উদ্দিনের (৪২) বাড়ি নকলা পৌরসভার কলাপাড়া এলাকায়। তিনি পেশায় কৃষক। তাঁর ছেলে পিয়াস আহমেদ (১৩) নকলা শহরের রইস উদ্দিন একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও হানিফের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে হানিফ তাঁর ছেলেকে নিয়ে সাইকেল চালিয়ে রইস উদ্দিন একাডেমিতে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান এবং পিয়াস গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন আহত পিয়াসকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পিয়াসকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার উপরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।