আজ (২২ আগস্ট) সোমবার ময়মনসিংহের চরপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ফ্রিজে কাচা ও রান্না করা খাবার একসাথে সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ফুড কালার ব্যবহারের অপরাধে সালতানাত রেস্টুরেন্টকে জাতীয় ভোক্তা অধিদপ্তর, ময়মনসিংহ কর্তৃক ২০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের সহকারি পরিচালক নিশাত মেহের এই অভিযান পরিচালনা করেন।
এসময় তিনি নিয়মিত এধরনের অভিযান পরিচালনা করা হবে বলে জানান।
এছাড়া বাজারে পর্যবেক্ষণ করে চালের বাজারে কোনও অনিয়ম পরিলক্ষিত হয়নি। ডিমের দাম কমেছে।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন র্যাব ১৪ এর একটি টিম এবং জেলা বাজার কর্মকর্তা।