ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা বাস ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ি এলাকায় ধাওয়া করে ওই ডাকাতদের গ্রেফতার করেন ওসি কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা।
এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি বাস, একটি পিকআপ, রামদা, ছুরি, তালা কাটার কাটিং মেশিন, রডসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন- ময়মনসিংহের সদরের চরপাড়া এলাকার মৃত আব্দুল আব্দুল হেলিমের ছেলে সেলিম মিয়া (৪০), একই এলাকার আশরাফ আলীর ছেলে ফরহাদ মিয়া (৩২), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জুগিরসিট এলাকা মৃত হাফিজ উদ্দিনের ছেলে আফতাব উদ্দিন (৩৩) ও ভালুকা উপজেলার মনোহরপুর গ্রামের মজিবুরের ছেলে রুবেল মিয়া (৩৫)।
ঘটনাটি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত এই ডাকাত দলটি মহাসড়কের বিভিন্ন এলাকায় বাসযাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার লুট করে আসছিল। ঘটনার রাতে ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হবিরবাড়ি এলাকার মহাসড়কে রশিদ ফিলিং স্টেশনের সামনে উপস্থিত হন। সেখানে গিয়ে দেখেন একটি বাস রাস্তার পাশে দাঁড়ানো। বাস দেখে তার সন্দেহ হয়।
এ সময় ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে বাস নিয়ে বেপরোয়াগতিতে চালাতে শুরু করে। এ সময় ওসি কামাল হোসেনের নেতৃত্বে একটি মাইক্রোবাসে বাসটির পেছনে ধাওয়া করেন পুলিশ সদস্যরা। পরে কয়েকটি ইউটার্ন ঘুরে বাসটি ময়মনসিংহের দিকে যাওয়া শুরু করে। ভালুকা মডেল থানার সামনে পুলিশ মহাসড়ক ব্যারিকেড দিয়ে রাস্তা পুরোপুরি বন্ধ করে দেয়।
এ সময় ডাকাত দলটি ভালুকা মডেল থানার পাশে বাস রেখে পালিয়ে যাওয়ার সময় থানার আশপাশ থেকে পুলিশ ৪ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ডাকাতরা জানায়, তারা একটি বাস ভাড়া করে বেশির ভাগ সময় রাতে কখনো দিনের বেলা ময়মনসিংহ বাইপাস অথবা জয়দেবপুর চৌরাস্তা থেকে অল্প কিছু যাত্রী বাসে তুলে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, অলঙ্কার, মোবাইল সেট লুট করে নিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে ফেলে রেখে যেত।
ডাকাতের কবলে পড়া উপজেলার বান্দিয়া গ্রামের নজরুল ইসলাম জানান, গত ১২ আগস্ট ত্রিশাল উপজেলার বৈলর এলাকা থেকে সকাল ১০টায় ওই ঢাকাগামী বাসটিতে ওঠার পর ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থেকে নগদ ৪০ হাজার ৭শ টাকা ও একটি মোবাইল সেট লুট করে নিয়ে ত্রিশালের চেলেরঘাট এলাকায় ফেলে রেখে যায়। রোববার থানায় এসে নজরুল দুই ডাকাতকে চিহ্নিত করেন।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, দীর্ঘদিন যাবত বাস দিয়ে মহাসড়কে এই ডাকাত দলটি ডাকাতি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ৪ ডাকাতকে গ্রেফতার করেছি। ডাকাতিতে ব্যবহৃত ১টি বাস, একটি পিকআপ ও তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়।