জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর উত্তপ্ত হয়ে উঠেছে সারাদেশের চালের বাজার। সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে ৪ থেকে ৮ টাকা পর্যন্ত। সেই সাথে দেখা দিয়েছে মোটা চালের সংকট। দফায় দফায় চালের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস ক্রেতাদের।
সপ্তাহের ব্যবধানে যশোরে আবারো বেড়েছে চালের দাম। এবার জ্বালানি তেলের দাম বৃদ্ধির উছিলায় কেজিতে দাম বেড়েছে ৪ থেকে ৮ টাকা। এক সপ্তাহ আগে মোটা চাল ৪২ টাকায় বিক্রি হলেও সপ্তাহের ব্যবধানে দুই বার দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।
এ ছাড়া কাজললতা, মিনিকেট, বাসমতি, ২৮, স্বর্ণাসহ সব চালের দাম কেজিতে ৫-৬ টাকা বেড়েছে।
কুষ্টিয়ার পৌর-বাজারে কয়েকদিন আগে মিনিকেট চাল ৬৬ থেকে ৬৮ টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। আর কাজললতার দাম ৫৬ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আটাশ ও মোটা চালের দাম বেড়েছে কেজিতে ৪ টাকা।
একই পরিস্থিতি নাটোরেও। চিকন চালের দাম বেড়েছে প্রতি কেজিতে ৩ থেকে ৫ টাকা। সেই সাথে দেখা দিয়েছে মোটা চালের সংকট। আর মাদারীপুরে বস্তাপ্রতি চালের মূল্য বেড়েছে ৪০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত।
মেহেরপুরে সাত দিন আগে স্বর্ণা মোটা চাল ৪৩ টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৪৭ টাকায়। আর আটাশ চাল ৪৬ টাকা থেকে বেড়ে ৫২ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া রাজশাহীতে বস্তাপ্রতি চালের দাম বেড়েছে ৫০ টাকা থেকে ১শ টাকা।
চালের দাম বাড়ছে নওগাঁ, পাবনা, লক্ষ্মীপুর, নরসিংদী, শেরপুর, বাগেরহাট, হবিগঞ্জসহ প্রায় সব জেলায়।
ভোক্তারা অভিযোগ করছে, বাজার তদারকির অভাবে ইচ্ছামতো চালের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।